অটোবাইক কেড়ে নিল হিরামনি চিরানের (৫) প্রাণ। নানি হেলেনা চিরানের সঙ্গে শীতবস্ত্র নেওয়ার জন্য পার্শ্ববর্তী গ্রামে অটোবাইকে চড়ে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হয় সে। এ সময় আহত হন তার নানি হেলেনা চিরান।

মায়ের মাজার এলাকায় চলন্ত অটোবাইক থেকে হেলেনা চিরান ও হিরামন চিরান সড়কে পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। দায়িত্বরত চিকিৎসক হিরামন চিরানকে মৃত ঘোষণা করেন। হেলেনা চিরানকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) শ্রীবরদী উপজেলার সীমান্ত সড়ক রাজার পাহাড়ের পাশে মায়ের মাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত হিরামনি চিরান খারামোরা গ্রামের হিরো রেমার মেয়ে। এ ঘটনায় হিরামনি চিরানের পরিবারে নেমেছে শোকের ছায়া।

নিহত শিশুর পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হবে। সেখানে শীতবস্ত্র নেওয়ার জন্য হিরামন চিরান তার নানি হেলেনা চিরানের সঙ্গে বাড়ি থেকে বাবেলাকোনায় অটোবাইকে করে যাচ্ছিল।

এ সময় মায়ের মাজার এলাকায় চলন্ত অটোবাইক থেকে হেলেনা চিরান ও হিরামন চিরান সড়কে পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। দায়িত্বরত চিকিৎসক হিরামন চিরানকে মৃত ঘোষণা করেন। হেলেনা চিরানকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা বলেন, ওই শিশু তার নানির সঙ্গে শীতবস্ত্র নেওয়ার জন্য বাড়ি থেকে বাবেলাকোনা আসছিল। পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।

এনএ