বরগুনায় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রকাশ্যে নগদ ১ লাখ টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে ‘শয়তানের নিশ্বাস’ (স্কোপোলামিন) দিয়ে কৌশলে এ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. মামুন মিয়া।  

রোববার (২০ এপ্রিল) দুপুর ৩টার দিকে বরগুনা পৌরসভার বাজার রোড এলাকার ‘মেসার্স হাওলাদার স্টোর’ নামে দড়ি ও জালের পাইকারি দোকানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. মামুন মিয়া জানান, দুপুরে দুই ব্যক্তি ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। তারা প্রথমে দড়ি কেনার কথা বলে আলাপ শুরু করেন এবং ৪০ টাকার দড়ি কেনেন। পরে একজন একটি বিদেশি মুদ্রা বের করে জিজ্ঞেস করেন, কোন ব্যাংকে সেটি ভাঙানো সম্ভব। এরপর আরেকজন পকেট থেকে ১ হাজার টাকার একটি নোট বের করে খুচরো চান। ক্যাশ বাক্স থেকে খুচরো বের করার সময় তাদেরই একজন চোখের সামনে থেকেই ১ লাখ টাকার একটি বান্ডিল নিয়ে দ্রুত চলে যায়।

দোকানের কর্মচারী মেহেদী হাসান  ঢাকা পোস্টকে বলেন, দড়ি কেনার কথা বলে দুই ব্যক্তি দোকানে আসেন। আমি অন্য একজন ক্রেতার সঙ্গে ব্যস্ত ছিলাম। এ সময় ওই দুজন মালিকের সঙ্গে স্বাভাবিক কথাবার্তার মাঝেই টাকা নিয়ে চলে যায়। এ ঘটনার দু-এক মিনিট পর টাকা নেওয়ার বিষয়টি জানতে পেরে দোকান থেকে বের হয়ে তাদের খুঁজেও আর পাওয়া যায়নি।

ঘটনার ব্যাপারে পার্শ্ববর্তী বিকাশ দোকানের ব্যবসায়ী মো. জহির  ঢাকা পোস্টকে বলেন, শয়তানের নিশ্বাস দিয়ে পাশের দোকান থেকে ১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বরগুনায় প্রায়ই এমন ঘটনা ঘটে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই-এই চক্রকে দ্রুত গ্রেপ্তার করে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। 

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান ঢাকা পোস্টকে বলেন, ঘটনাটি আমরা শুনেছি, তবে এখনও থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শয়তানের নিশ্বাস (স্কোপোলামিন) ব্যবহার করে প্রতারণা তাৎক্ষণিকভাবে ধরা সম্ভব হয় না। এসব চক্র সাধারণত অন্য জেলা থেকে এসে দ্রুত অপরাধ করে পালিয়ে যায়। তাই এমন ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে জানানো উচিত, যাতে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার সহজ হয়।

আব্দুল আলীম/এমএসএ