ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের ভেতরে মোহাম্মদ আলী (৪০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) রাতে ধামরাই উপজেলা পরিষদের ভেতরে নির্মাণাধীন একটি টয়লেট থেকে ওই রিকশাচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোহাম্মদ আলী ধামরাই উপজেলার কালামপুর বাটুলিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ জানায়, রোববার ধামরাই উপজেলা পরিষদের ভেতরে বিকেলে শিশুরা খেলাধুলা করছিল। তারা হঠাৎ টয়লেটের ভেতরে ওই রিকশাচালকের মরদেহ দেখতে পেয়ে জানায়। পরে স্থানীয়রা এসে ওই রিকশাচালকের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে ধামরাই থানা পুলিশকে খবর দেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে রাতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

লোটন আচার্য্য/আরকে