পাকুন্দিয়ায় ১১ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ১১টি ইটভাটাকে ৭ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ জানুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুৎফর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইভাটাগুলোকে এ জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর বিভিন্ন ধারায় ১১টি ইটভাটাকে ৭ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক কাজী সুমন ও পাকুন্দিয়া পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।
বিজ্ঞাপন
জরিমানা করা ইটভাটাগুলো হলো মেসার্স আমানত ব্রিকস, মেসার্স রাব্বি ব্রিকস, মেসার্স আতিক ব্রিকস, এবিএম ব্রিকস ও নিশাত ব্রিকফিল্ডকে এক লাখ টাকা করে; মেসার্স লাকি অ্যান্ড উজ্জ্বল অটোব্রিকস, এইচএমবি ব্রিকস, এবিএম বিক্রস-২ ও মেসার্স অনাদি অ্যান্ড নওশি ব্রিকসকে ৫০ হাজার টাকা করে এবং মেসার্স দি নিউ ব্রিকস ও এমআরএম ব্রিকসকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুৎফর রহমান ঢাকা পোস্টকে নিশ্চিত করে জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর বিভিন্ন ধারায় ১১টি ইটভাটাকে ৭ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এনএ