আ.লীগের মিছিলে অংশ নেওয়া কেসিসির কর্মচারী বরখাস্ত
আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কর আদায় শাখার নিম্নমান সহকারী (ডিমান্ড সহকারী হিসেবে কর্মরত) রবিউল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, খুলনা সিটি কর্পোরেশনের কর আদায় শাখার রিপোর্টের প্রেক্ষিতে জানা যায়, শাখায় নিম্নমান সহকারী হিসেবে কর্মরত রবিউল আলম রোববার (২০ এপ্রিল) রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যায়। পরবর্তীতে সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টার পর অফিসের বাইরে গেলে কেসিসির কর্তব্যরত নিরাপত্তা প্রহরী জাহাঙ্গীর আলমের কাছ থেকে জানা যায়, তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।
বিজ্ঞাপন
খুলনা সিটি কর্পোরেশন (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা ১৯৯৩ এর ৩৭(২) অনুসারে কেসিসির কোনো কর্মচারী সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বা রাষ্ট্রের স্বার্থের পরিপন্থি কোনো কার্যকলাপে জড়িত থাকতে পারবে না। এ অবস্থায় ওই কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হওয়ায় এবং খুলনা সিটি কর্পোরেশন (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা ১৯৯৩ এর ৩৭(২) ও ৩৮(ছ) বিধি লঙ্ঘন করায় ৪৪(৪) বিধি অনুসারে অভিযুক্ত রবিউল আলমকে তার চাকরি অর্থাৎ নিম্নমান সহকারী পদ থেকে ২১ এপ্রিল গ্রেপ্তারের তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হলো এবং ৪৪(৩) বিধিমতে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি শুধু খোরাকি ভাতা পাবেন।
রবিউল আলম ডুমুরিয়া উপজেলার খর্ণিয়ার খোরশেদ আলমের ছেলে।
মোহাম্মদ মিলন/এমজেইউ