ফরিদপুরে মধ্যরাতে মিছিল করায় আওয়ামী লীগের আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ। গ্রেপ্তারদের বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের চন্ডিপুরে ব্র্যাক নার্সারির সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর সদরের চন্ডিপুরের মৃত জীবন সাধুর ছেলে বিমল কুমার সরকার (৪৫), সদরের দয়ারামপুর এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে মো. বাবু মোল্লা (১৯), সালথা উপজেলার সালথা গ্রামের দাউদ শেখের ছেলে মো. বিল্লাল হোসেন (১৯), সালথার গুড়দিয়া গ্রামের নয়া মাতুব্বরের ছেলে রবিউল ইসলাম (২০), সালথার সোলায়মানের ছেলে হাসিবুল (১৯), সালথার ঝন্টুর ছেলে আকাশ (২১), সালথার খলিসাডুবি গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে ফাহিম মাতুব্বর (১৯) এবং মধুখালী উপজেলার গন্ধখালী গ্রামের মাকুল হোসেনের ছেলে সোয়াদ হোসেন (১৯)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আওয়ামী লীগের পক্ষে মিছিল বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। খবর পেয়ে গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে চন্ডিপুর ব্র্যাক নার্সারির সামনে ঢাকা-খুলনা মহাসড়কে মিছিলের প্রস্তুতিকালে পুলিশ চতুরদিক থেকে মিছিল শুরুর আগেই ঘটনাস্থল ঘিরে ফেলে। পরে অভিযান চালিয়ে আটজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটকদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জহির হোসেন/ এমএন