পিরোজপুরের কাউখালীতে স্কুল ও কলেজের ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় ৭ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মুচলেকার মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

‎কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বিষয়টি নিশ্চিত করেছেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী উপজেলা পরিষদ চত্বরের ভেতরে স্কুল-কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছেন। এমন তথ্য পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তারা সবাই ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছেন। এ সময় ঘটনা স্থল থেকে স্কুলের পোশাক পরা অবস্থায় ৭ শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে অভিভাবকদের ডেকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

‎এ বিষয়ে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, ক্লাস ফাঁকি দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বরে আড্ডা দিচ্ছে এমন খবরে পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে মুচলেকা দিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শাফিউল মিল্লাত/এমএন