‎পিরোজপুরের কাউখালীতে খাল থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় কাউখালী উপজেলার বাশুরী খাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

‎কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বিষয়টি নিশ্চিত করেছেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাশুরী খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় আনুমানিকে এক দিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করে তারা। পরে মরদেহটি কাউখালী হিজবুল্লাহ সমাজ কল্যাণ কাফেলার সদস্যরা হাসপাতাল সংলগ্ন গোরস্থানে দাফন করে।

‎এ বিষয়ে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, উপজেলার বাশুরী খালে ভাসমান অবস্থায় আনুমানিক এক দিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পর ওই নবজাতকটিকে কেউ পানিতে ফেলে দিয়ে থাকতে পারে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধারের পর মরদেহটি কাউখালী গোরস্থানে দাফন করা হয়েছে।

‎শাফিউল মিল্লাত/আরকে