মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়ালি যুক্ত হয়ে মসজিদের পুনঃ নির্মাণকাজের উদ্বোধন করেন

বড় মসজিদ হিসেবে পরিচিত ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের (কাচারী জামে মসজিদ) পুনঃ নির্মাণকাজের উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে মসজিদটির পুনঃ নির্মাণকাজ সম্পন্ন করার আহ্বান জানান।

উদ্বোধনের সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খায়রুল কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান দোয়া পরিচালনা করেন। প্রায় ৩৪ কোটি ব্যয়ে ছয়তলা বিশিষ্ট এই মসজিদটির পুনঃ নির্মাণকাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে মসজিদ নির্মাণ কমিটি।

রেদওয়ান মিলন/এমজেইউ