টেকনাফে পাহাড় থেকে অপহৃত ৬ শ্রমিক উদ্ধার
কক্সবাজার শহরে রাজমিস্ত্রির কাজ করতে এসে অপহৃত সিলেটের ছয়জন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে টেকনাফ রাজা ছড়া পাহাড়ের ভেতর থেকে অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
উদ্ধার হাওয়া শ্রমিকরা হলেন—সিলেট পশ্চিম লোহারমহল গ্রামের রশিদ আহমদ (২০), একই গ্রামের মারুফ আহমদ (১৮), শাহিন আহমদ (২১), এমাদ উদ্দিন (২২), খালেদ হাসান (১৯) ও আবদুল জলিল (৫৫)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন।
তিনি বলেন, সিলেটের জকিগঞ্জ থেকে রাজমিস্ত্রির কাজ করার জন্য টেকনাফের রাজা ছড়া এসে ওই ছয়জন শ্রমিক অপহরণ হন। পরে টেকনাফ মডেল থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে পাহাড়ের ভেতর তেকে অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
সাইদুল ইসলাম ফরহাদ/এএমকে