সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে একটি বসতঘর থেকে দুই শতাধিক বিপজ্জনক কালাচ সাপের বাচ্চা ও ডিম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ইউনিয়নের জাহানাবাজ গ্রামের মোখলেছুর রহমানের বসতঘর থেকে এই সাপের বাচ্চা ও ডিম উদ্ধার করা হয়।

বাড়ির মালিক মোখলেছুর রহমান জানান, গত সোমবার সকালে তিনি তার ঘরের ভেতরে কয়েকটি সাপের বাচ্চাকে চলাচল করতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে মঙ্গলবার দুপুরে তিনি স্থানীয় সাপুড়ি রফিকুলের সহযোগিতায় অভিযান চালিয়ে দুই শতাধিক সাপের ডিম ও বাচ্চা সাপ মেরে ফেলেন।

এ সময় সাপুড়ি রফিকুল বলেন, এই সাপগুলো আমাদের জীবিকার অংশ। এগুলোর বিষ দিয়ে মূল্যবান ওষুধ তৈরি হয় এবং আমরাও সাপ দিয়ে খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করি। আপনারা সাপ দেখলে ভয় না পেয়ে আমাদের খবর দিন।

ঘটনার পর থেকে মোখলেছুর রহমানের পরিবারসহ আশপাশের এলাকাবাসীর মধ্যে সাপ আতঙ্ক বিরাজ করছে। অনেকে রাতেও স্বস্তিতে ঘুমাতে পারছেন না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় প্রশাসন ও বন বিভাগের সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এলাকাবাসী।

ইব্রাহিম খলিল/এএমকে