সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুকুরপাড় ধসে পানিতে পড়ে ইয়াসিন আলী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ওই গ্রামের আব্দুস শহিদের ছেলে।

নিহত শিশুর বাবা আব্দুস শহিদ বলেন, প্রতিদিনের মতো ইয়াসিন পাড়ার কয়েকটি শিশুর সঙ্গে বাড়ির নিকটবর্তী মাঠে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে তারা মাঠসংলগ্ন নতুন খননকৃত একটি পুকুরপাড়ে যায়। এসময় পুকুরপাড়ের মাটি ধসে ইয়াসিন পানিতে পড়ে যায়। তার সঙ্গে থাকা শিশুরা দ্রুত বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে ইয়াসিনকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফয়জুল উজ জামান খান, ইয়াসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তামিম রায়হান/আরকে