কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠা বজায় রেখে অন্যায়ের শিকার মানুষের প্রতি সহানুভূতিশীল হতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছে রংপুরের জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির।

তিনি বলেন, আপোষ-মীমাংসার মধ্যেও প্রজ্ঞা নিহিত থাকে। প্রত্যেকে বিচারককে সুলভ মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কর্মই মানুষের পরিচয়, তাই কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠা বজায় রাখা জরুরি। আমাদের সৎভাবে কর্তব্য পালন ও অন্যায়ের শিকার মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। অন্যায়ের শিকার হতদরিদ্র ও বঞ্চিত মানুষের জন্য লিগ্যাল এইডের প্যানেলভুক্ত আইনজীবীদের বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে হবে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রংপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। রংপুর জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি এই অনুষ্ঠান আয়োজন করে।

‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই; লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’—এই প্রতিপাদ্যে এ বছর জাতীয় আইনগত সহায়তা দিবসটি উদযাপিত হয়েছে।

লিগ্যাল এইডের কার্যক্রমের প্রচার প্রসঙ্গে ফজলে খোদা মো. নাজির বলেন, সমাজের অস্বচ্ছল মানুষদের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সরকার এই সেবা শুধু হতদরিদ্রই নয়, অসচ্ছল মানুষের জন্যও চালু করেছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব-কর্তব্য পালনে সচেষ্ট থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞ মহানগর দায়রা জজ মো. মশিউর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আশরাফুল ইসলাম, সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. মো. আব্দুল মজিদ, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তফা কামাল, রংপুর জেলা লিগ্যাল এইড অফিসার তালমা প্রধান, রংপুর চীফ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট তালিব হোসেন, রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহেদ কামাল ইবনে খতিব, সেরা প্যানেল আইনজীবী মো. মতিয়ার রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপকারভোগী ফাতেমা খাতুন ও হাফিজুল ইসলাম রংপুর জেলার লিগ্যাল এইড অফিস থেকে সহায়তা প্রাপ্তির অভিজ্ঞতা তুলে ধরেন।

এর আগে, দিবসটি উপলক্ষে সকালে রংপুর জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকবৃন্দ, সরকারি কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ফরহাদুজ্জামান ফারুক/এমএএস