এইচএসসির ফরম পূরণের টাকায় দুই যুবদল নেতাকে অনুদান
সিরাজগঞ্জের চৌহালী উপজেলাধীন চৌহালী সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত ফরম পূরণের অর্থ থেকে স্থানীয় দুই যুবদল নেতাকে অর্থ অনুদান করা হয়েছে। এর মধ্যে রয়েছেন উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবীব এবং সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাপলা। সেই অনুদানের চিঠি সোমবার (২৮ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়।
কলেজ কর্তৃপক্ষের গত ১৭ এপ্রিল অধ্যক্ষ বরাবর একটি চিঠিতে ‘এইচএসসি ফরম ফিলাপ ২০২৫ হতে জাতীয়তাবাদী ছাত্রদল নেতাদের অনুদান প্রদান’ বিষয় দিয়ে উল্লিখিত আছে, যুবদলের সভাপতিকে দেওয়া হয়েছে ১৪ হাজার ৬০০ টাকা এবং যুবদলের সাংগঠনিক সম্পাদক পেয়েছেন ৫ হাজার টাকা। একইসঙ্গে, দরিদ্র শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে ২ হাজার ৪০০ টাকা। চিঠিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম ও প্রভাষক বেবী খাতুন কর্তৃক যাচাইয়ের অফিসিয়াল সীলসহ স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞাপন
এ বছর কলেজটির বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৫০৩ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করেছেন। এ সময় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও উঠেছে শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।
যুবদল সভাপতি আরমান হোসেন হাবীব বলেন, আমি কলেজে গিয়েছিলাম মাত্র দুজন শিক্ষার্থীর ফরম পূরণে সহায়তা করতে। কোনো টাকা নেওয়া হয়নি, বরং অধ্যক্ষ নিজেই কিছু টাকা কম নিয়েছিলেন। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিজ্ঞাপন
সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাপলা বলেন, আমি তো ওই কলেজে যাই না। আমাদের কলেজ শাখায় ছাত্রদল রয়েছে, তারাই সব দেখে। আমরা কলেজের কোনো টাকা নিয়েছি, এমন অভিযোগ ভিত্তিহীন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের কিছু তথ্য অভ্যন্তরীণ থাকে, যা বাইরে যাওয়ার কথা নয়। যেহেতু আমার স্বাক্ষরিত কাগজটি বাইরে এসেছে, আমি বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমার কাছে এখনো আনুষ্ঠানিকভাবে আসেনি ঘটনা সত্যি হলে যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
আরকে