খুলনায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা
খুলনায় মো. আব্দুর রহিম নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় মহানগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বিজ্ঞাপন
মো. আব্দুর সোনাডাঙ্গা মডেল এলাকার আদর্শ পল্লী এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকার একটি ফলের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন আব্দুর রহিম। এ সময় ২ থেকে ৩ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তাকে কুপিয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ মিলন/এমজে