বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে মেঘনা নদীতে যুবকের মৃত্যু
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে ইমাম হোসেন নয়ন (২৫) নামে এক যুবকের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত নয়ন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার জামতলা গ্রামের জাকির হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মেঘনা নদীর গজারিয়া উপজেলার গুচ্ছগ্রাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।
বিজ্ঞাপন
এর আগে বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ থেকে সে তার ৬ থেকে ৭ জন বন্ধুকে নিয়ে গজারিয়া থানার গুচ্ছগ্রাম এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। পরে সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাকে মৃত অবস্থায় পানির নিচ থেকে উদ্ধার করে।
গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরনজিত বলেন, বন্ধুদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে ঘুরতে এসে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
ব.ম শামীম/এমজে