নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের গুলিতে মো. নান্টু মিয়া নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে কুতুবপুরের পাগলা বাজার এলাকার আফসার করিম প্লাজার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী মো. নান্টু মিয়া ওই মার্কেটের মালিক।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ব্যবসায়ী নান্টুকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। এতে তার শরীরে দুটি গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নান্টু মিয়া ঘুরে ঘুরে ফল কিনছিলেন। ফল কেনা শেষে তিনি গাড়িতে ওঠার সময় দুইজন যুবক তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলির সময় নান্টু সাহেব তার ব্যবহৃত গাড়িতে উঠে পড়েন এবং সেখান থেকে গাড়ি নিয়ে ফতুল্লার দিকে চলে যান।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ব্যবসায়ী নান্টুর শরীরে দুটি গুলি লেগেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জেনেছি। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

মেহেদী হাসান সৈকত/এমজে