নোয়াখালীর সদর উপজেলায় মাদক উদ্ধারে অভিযানে গিয়ে কার্তুজ-গুলি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১ মে) বিকেলে গ্রেপ্তার মাদক কারবারিকে কারাগারে প্রেরণ করা হয়। কারাগারে প্রেরণকৃত চিহ্নিত মাদক কারবারি মো. শাকিল হোসেন (৩০) সদর উপজেলার দাঁদপুর ইউনিয়নের নুর আলমের ছেলে।

জানা গেছে, দাদপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর গ্রামের বদু হাজী বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়। অভিযানকালে এলাকার চিহ্নিত মাদক কারবারি মো. শাকিল হোসেনকে (৩০) আধা কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ রাউন্ড কার্তুজ ও গুলি জব্দ করা হয়। তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শাকিল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছে। তার বিরুদ্ধে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক কারবারের অভিযোগ রয়েছে। এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে বিভিন্ন সময় দলবলসহ মহড়া দিত বলে স্থানীয়রা জানায়।

গুলি ও কার্তুজ উদ্ধারের বিষয়ে তিনি আরও বলেন, সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারে সংঘটিত গুলি করে হত্যার ঘটনায় শাওন নামের এক সন্ত্রাসীর থেকে শাকিল এই কার্তুজ ও গুলি সংগ্রহ করে। শাকিল সন্ত্রাসী শাওনের বন্ধু ও সহযোগী। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অভিযান চলমান আছে।

হাসিব আল আমিন/আরকে