গাজীপুরের পূবাইল হায়দরাবাদ এলাকায় শিশু বলাৎকারের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন স্থানীয়রা।

গতকাল হায়দরাবাদ তাল গাছিয়ারটেক এলাকার টঙ্গী-জয়দেবপুর সড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেন স্থানীয়রা। এ সময় টঙ্গী-জয়দেবপুর সড়কের কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এর আগে শিশুদের নিরাপত্তা চেয়ে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেনম, শিশুদের মাদ্রাসায় পাঠানোর পর প্রায় সময় বলাৎকারের ঘটনা ঘটে। একাধিক ঘটনার বিচার-সালিশ করার পরও বন্ধ হয়নি এসব অভিযোগ।  

গত ২৭ এপ্রিল এলাকার আখলাছ জামে মসজিদের ইমাম রইজ উদ্দিনকে এক শিশুকে বলাৎকারের অভিযোগে স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে  কারাগারে পাঠানো হয় অভিযুক্তকে।

কারাগারে থাকা অবস্থায় ২৮ এপ্রিল রাতে রইজ উদ্দিন অসুস্থ বোধ করেন। কারা কর্তৃপক্ষ তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিহাব খান/এনএফ