বিএনপির ছত্রছায়ায় রাজনীতি করে এখন ল্যাং মারতে চেষ্টা করছে একটি দল
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ৫ আগষ্ট আমাদের আংশিক বিজয় অর্জন হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। এখন পরিপূর্ণ বিজয়ের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমরা সবাই জানি নির্বাচিত শাসন ও গণতন্ত্র ছাড়া শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না। বিগত ১৫ বছর হাসিনার ফ্যসিবাদ বিরোধী আন্দোলনসহ জুলাই আগস্টে গণঅভুত্থানে শ্রমজীবী মানুষের অবদান রয়েছে। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি কাজ করবে।
বিজ্ঞাপন
মহান মে দিবস উপলক্ষ্যে গতকাল ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে জেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের প্রতি ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে প্রিন্স আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন করছে। কিন্তু নির্বাচন বিলম্বিত হলে জনগণ অধৈর্য্য হয়ে পড়লে বিএনপি জনগণকে সাথে নিয়ে রাজপথে নামতে দ্বিধা করবে না। দেশের মানুষ রক্ত দিয়েছে জাতীয় নির্বাচনের জন্য, স্থানীয় নির্বাচনের জন্য নয়। একটি দল অহেতুক জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করছে। তারা দীর্ঘদিন বিএনপির ছত্রছায়ায় রাজনীতি করলেও এখন বিএনপিকে ল্যাং মারতে চেষ্টা করছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিএনপি শ্রমিক কৃষক মেহনতি বান্ধব রাজনৈতিক দল। মেহনতি মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ব করতেন। সে পরিচয়ে আমরাও গর্বিত, একজন শ্রমিকের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরাও শ্রমিক। আগামী দিনে জনগণের রায়ে বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ শ্রমিকের অধিকার বাস্তবায়ন করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মফিদুল হক মোহন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
আরও পড়ুন
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া চত্বরে এসে শেষ হয়। পরে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে জেলার হালুয়াঘাট উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশ ও র্যালিতে অংশ নেন এমরান সালেহ প্রিন্স। সেখানে মে দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রিন্স বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে মে দিবসে শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য বৈষম্যহীন এবং সাম্য, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে শপথ নিতে হবে।
মো. আমান উল্লাহ আকন্দ/এনএফ