সাড়ে চার মাস পর আবারও চালু হচ্ছে কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল। গত বছরের ২৩ ডিসেম্বর নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফেরি চলাচলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি চিলমারী ফেরি সার্ভিসের ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।

তিনি জানান, ব্রহ্মপুত্র নদে পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলের উপযোগী হয়েছে। ফেরি ‘কুঞ্জলতা’ ও ‘কদম’ এতদিন ধরে রৌমারী ঘাটে অবস্থান করছিল। এখন যানবাহন পাওয়া গেলে রৌমারী থেকে চিলমারী ঘাটের উদ্দেশ্যে ফেরি ছাড়বে।

ফেরি চলাচল চালু হওয়ায় খুশি স্থানীয় চালক ও পরিবহন ব্যবসায়ীরা। নাগেশ্বরী উপজেলার ট্রাকচালক আমিনুল ইসলাম বলেন, ফেরি বন্ধ থাকায় পাথরবোঝাই ট্রাক নিয়ে বিকল্প পথে দীর্ঘপথ পাড়ি দিতে হতো। এখন ফেরি চালু হলে সময় ও খরচ দুই-ই কমবে।

বিআইডব্লিউটিএ কুড়িগ্রাম অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, নাব্য সংকট কাটাতে প্রায় ২৬ কিলোমিটার নৌরুটে ড্রেজিং করা হয়েছে। পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় এখন ফেরি চলাচলের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে।

মমিনুল ইসলাম বাবু/এমএসএ