বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে বিমানবন্দর সড়ক অবরোধ করে রেখেছেন চা-শ্রমিকরা।

রোববার (৪ মে) দুপুর দেড়টার দিকে সিলেটের খাসদবির এলাকা সংলগ্ন সিটি কর্পোরেশনের প্রবেশদ্বারে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ চা শ্রমিকরা।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

সিলেট নগরী থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া যুবক আলিফ আহমদ ঢাকা পোস্টকে বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক। বিদেশ যাত্রীসহ পর্যটকরা এই রাস্তা ব্যবহার করে। এই রাস্তা অবরোধ করে যাত্রীদের জিম্মি করা হচ্ছে। এভাবে মানুষকে জিম্মি করে দাবি আদায় করা বন্ধ হোক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর আড়াইটা দিকে সিলেট মহানগর পুলিশের উর্ধতন কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে রাস্তায় যান চলাচল করার চেষ্টা চালাচ্ছেন।

মাসুদ আহমদ রনি/আরকে