ফরিদপুরের সালথায় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা নাসির উদ্দিন মাতুব্বরকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ মে) দুপুর ২টার দিকে ফরিদপুর শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিএনপি নেতা নাসির উদ্দিন মাতুব্বর আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রামের মহিউদ্দিন মাতুব্বরের ছেলে। তিনি সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ছিলেন। বর্তমানে বহিষ্কৃত। 

সালথা থানা সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে সালথা উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের ব্যবসায়ী হাসান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং তার একটি টিনশেড ঘরে অগ্নিসংযোগ করে। এ সময় হাসান আশরাফের সমর্থক বিএনপি নেতা মাজেদ মোল্লার দুটি, ইউনুস মোল্লার দুটি, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়িঘর এবং শফিকের একটি দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় কিত্তা গ্রামের ব্যবসায়ী হাসান আশরাফ বাদী হয়ে বিএনপি নেতা নাসির মাতুব্বরসহ ৭৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ২১ জানুয়ারি সালথা থানায় একটি মামলা করেন। মামলায় নাসির মাতুব্বরকে এক নম্বর আসামি করা হয়।

এদিকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার দায়ে গত ১৯ জানুয়ারি নাসির মাতুব্বরকে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করে উপজেলা বিএনপি।

সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, সালথা উপজেলা বিএনপির বহিষ্কৃত প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন মাতুব্বরকে রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জহির হোসেন/আরএআর