পটুয়াখালী সদরের লোহালিয়া ইউনিয়নে বিয়ের আলাপচারিতাকে কেন্দ্র করে মারধরে বারেক ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

শনিবার (৩ মে) জোহরের নামাজের পর স্থানীয় মোল্লা বাড়ি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পরদিন রোববার (৪ মে) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, নামাজ শেষে স্থানীয় বাসিন্দা বারেক ফকিরের কাছে মেয়ে পক্ষের এক সদস্য আজহার খানের ছেলে আব্দুর রহমান সম্পর্কে জানতে চান। বারেক ফকিরের জবাবে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহমান তাকে কিল-ঘুষি মারেন। পরবর্তীতে তার ভাই আরিফ বৃদ্ধ বারেক ফকিরকে লাঠি ও রড দিয়ে মারাত্মকভাবে আহত করেন।

তাৎক্ষণিকভাবে আহত বারেক ফকিরকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় রোববার (৪ মে) দুপুরে তাকে বাড়ি পাঠানো হয়। তবে বাড়ি ফেরার পথে তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের ছেলে সুমন ফকির বলেন, আমার বাবা একজন নিরীহ ও সৎ মানুষ ছিলেন। শুধুমাত্র একটি বিয়ের প্রসঙ্গে সত্য কথা বলার কারণেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত পাত্রের বাবা আজহার খানকে গ্রেপ্তার করেছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. রায়হান/এমএসএ