সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে উপজেলার কোবাদ শেখ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি ছিলেন মানসিকভাবে অসুস্থ এবং স্থানীয়দের কাছে পরিচিত মুখ হলেও তার নাম ও ঠিকানা কেউ জানতেন না। বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর হবে বলে ধারণা।

জানা গেছে, দুর্ঘটনার সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর থাকা অবস্থায় ট্রেনে কাটা পড়েন তিনি।

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাটি জানিয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন বলেন, লাশের অবস্থা খুবই খারাপ। চেনার উপায় নেই৷ পোশাক দেখে ধারণা করা হচ্ছে, তিনি একজন ভিক্ষুক৷ পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

মো. নাজমুল হাসান/এমএন