খিয়াং নারীর মরদেহ উদ্ধার, গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ পুলিশের
বান্দরবানের থানচির গহীন পাহাড় থেকে নিখোঁজের এক দিন পর মিল্ল খিয়াং সম্প্রদায়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবে বিভ্রান্ত না হয়ে ভুক্তভোগীর হত্যার রহস্য উদঘাটনে পুলিশকে সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন বান্দরবান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার।
সোমবার (৫ মে) উপজেলার ২নং তিন্দু ইউনিয়নের ৮নং ওয়ার্ড নেপিউ পাড়ার পার্শ্ববর্তী গহীন পাহাড় থেকে চিংম্রা খিয়াং নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি স্থানীয় বাসিন্দা সুমন খেয়াংয়ের স্ত্রীর।
বিজ্ঞাপন
স্থানীয়দের দেওয়া তথ্য মতে, গতকাল সোমবার (৫ মে) নিহত চিংম্রা খিয়াং সকালে নিজ বাড়ি থেকে তার জুমক্ষেতে ধান রোপণ করতে যান। দুপুরে বাড়িতে না ফেরায় তার স্বামীসহ পাড়ার লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে।
এক পর্যায়ে বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থোয়াইউখই খিয়াংয়ের জুম ক্ষেতের নিচে পাথরের নালার ওপর তার মরদেহটি পাওয়া যায়। তার মাথা ও মুখমণ্ডলের বিভিন্নস্থানে জখম ও ক্ষত চিহ্ন দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিজ্ঞাপন
তিন্দু চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা ঢাকা পোস্টকে বলেন, এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক সমস্যা থাকায় খবর দিতে দেরি হয়েছে। পুলিশের সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ স্কটের মাধ্যমে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে খিয়াং নারীর মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করছে বলে মঙ্গলবার (৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই নারী নিহতের ঘটনায় তার স্বামী বাদী হয়ে মামলা রুজু করেছে এবং জেলা পুলিশ সুপার মামলাটি নিজেই তদারকি করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবে বিভ্রান্ত না হয়ে ভুক্তভোগীর হত্যার রহস্য উদঘাটনে পুলিশকে সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন বান্দরবান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার।
শহীদুল ইসলাম/আরকে