দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘বর্ষসেরা কর্মী’ সম্মাননা পেয়েছেন রাজবাড়ী জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ।

মঙ্গলবার (৬ মে) বিকেল ৩টায় ঢাকা পোস্টের কার্যালয়ে সেরা কর্মীদের হাতে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির সম্পাদক মহিউদ্দিন সরকার। এ বছর সারাদেশ থেকে মোট ছয়জনকে বর্ষসেরা সম্মাননা দেওয়া হয়েছে।

সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করে ঢাকা পোস্টের রাজবাড়ী জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ বলেন, এই প্রথম ঢাকা পোস্টের বর্ষসেরা প্রতিনিধিদের মধ্যে একজন হতে পেরেছি এটা আমার জন্য গর্বের। এই প্রাপ্তির আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করা যাব না। আমি মনে করি এই প্রাপ্তি আমার কাজের স্পৃহা ও গতি আরও বাড়িয়ে দেবে। এই প্রাপ্তির পেছনে আমার সহকর্মী থেকে শুরু করে আমার অফিসের সবার অবদান রয়েছে। সামনের দিনগুলোতে যেন আরও ভালো করতে পারি এজন্য সকলের দোয়া কামনা করছি।

এ বিষয়ে রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মাতৃকন্ঠের সম্পাদক ও প্রকাশক খোন্দকার আব্দুল মতিন বলেন, ঢাকা পোস্টের প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভের এই প্রাপ্তিতে আমরা সত্যি আনন্দিত ও গর্বিত। কঠোর পরিশ্রম ও বস্তুনিষ্ঠ সাংবাদিকদতার মাধ্যমেই তার এই অর্জন। তার আগামী দিনগুলো আরও সমৃদ্ধ হোক এই প্রত্যাশা করছি।

মীর সামসুজ্জামান সৌরভ/আরকে