মহাসড়কে পড়েছিল মানুষের কাটা হাত
নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো মানুষের বাম হাতের কাটা অংশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়ার নারদ নদে ব্রিজ থেকে এই হাতের অংশ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি পলিথিনে মোড়ানো একটি ব্যাগ দেখতে পান। পরে সেটা খুলে মানুষের কাটা হাত দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ কাটা হাতের অংশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহাবুর রহমান বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। বাম হাতের কাটা অংশটি অন্য কোনো স্থান থেকে আনা হতে পারে। চলন্ত যানবহন থেকে এটি নারদ নদে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
বিজ্ঞাপন
উদ্ধার হওয়ার কাটা অংশের সূত্র ধরে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্ত।
গোলাম রাব্বানী/আরকে