৪ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি হেনরী
সিরাজগঞ্জে কলেজছাত্র আসিফ হোসাইন হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরীকে কারাগারে পাঠানো হয়েছে।
চার দিনের রিমান্ড শেষে শুক্রবার (৯ মে) দুপুরে তাকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিচারক কে.এম শাহরিয়ার বাপ্পি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিজ্ঞাপন
এর আগে, ৬ মে পুলিশ তার সাত দিনের রিমান্ড চাইলে আদালত চার দিনের মঞ্জুর করেছিলেন। এরও আগে ২৮ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা অনুমোদন করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে নিহত হয় কলেজছাত্র আসিফ হোসাইন (১৯)। ওই ঘটনায় তার মা আসমানী খাতুন সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় জান্নাত আরা হেনরীসহ আওয়ামী লীগের ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—সিরাজগঞ্জ-১ আসনের সাবেক এমপি তানভীর শাকিল জয়, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর বারী ও কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান শিরাজী।
মো. নাজমুল হাসান/এএমকে