আ. লীগ নিষিদ্ধের দাবিতে রংপুর মডার্ন মোড় অবরোধ, ৮ কি.মি. যানজট
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার রংপুরের মডার্ন মোড় অবরোধ করেছেন রংপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ মে) রাত ১১টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ন মোড় অবরোধ করে রাখেন তারা, এতে রাস্তার দুই পাশে দমদমা থেকে সাতমাথা পর্যন্ত প্রায় ৮-১০ কি.মি. মহাসড়কে যানজট তৈরি হয়। পরে রাত ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ সময় ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘দফা এক দাবি এক, লীগ নট কাম ব্যাক’, ‘যদি তবে কিন্তু নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
বিজ্ঞাপন
আন্দোলনকারীরা বলেন, যে আওয়ামী লীগ জুলাই-আগস্টে আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের অবশ্যই বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত ছিল আরও আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আমরা আজ একত্র হয়েছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত বাড়ি ফিরব না।
রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজকের মতো অবরোধ তুলে নেওয়া হলো আগামীকাল বিকেল থেকে আবারও কর্মসূচি পালন করা হবে।
শিপন তালুকদার/এআইএস