গ্রাহকের অর্থ আত্মসাৎ, সাউথইস্ট ব্যাংকের সেই কর্মকর্তা গ্রেপ্তার
ফেনীর দাগনভূঞায় সাউথইস্ট ব্যাংক সিলোনিয়া বাজার শাখার সেই কর্মকর্তাকে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যাংক কর্মকর্তার নাম মোহাম্মদ জিয়াউল হক (৩৬)। তিনি জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠানগড় এলাকার মো. আব্দুল হকের ছেলে। জিয়াউল ব্যাংকের সিলোনিয়া বাজার শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, সাউথইস্ট ব্যাংক সিলোনিয়া বাজার শাখার জুনিয়র অফিসার মো. জিয়াউল হক জালিয়াতি করে ব্যাংকের গ্রাহকদের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বিষয়টি জানাজানি হলে ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা ব্যাংকে এসে অভিযোগ করেন। পরে ওই ব্যাংকের শাখা প্রধান মো. কামরুজ্জামান বাদী হয়ে গত ৬ মে দাগনভূঞা থানায় জিয়াউল হককে আসামি করে মামলা করেন। এতে জিয়াউল হকের বিরুদ্ধে সুকৌশলে ব্যাংকের কিছু গ্রাহকের জমাকৃত অর্থ তসরুপ করে আত্মসাৎ করার অভিযোগ আনা হয়। পরে পুলিশ অভিযান পরিচালনা করে আজ সকালে ফেনী শহর থেকে তাকে গ্রেপ্তার করে।
এর আগে গত ৬ মে ‘ফেনীতে সাউথইস্ট ব্যাংক কর্মকর্তার জালিয়াতি, উৎকণ্ঠায় গ্রাহকরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট।
বিজ্ঞাপন
এ ব্যাপারে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, গ্রেপ্তার আসামিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।
তারেক চৌধুরী/আরএআর