পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত
ফাইল ফটো
রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– মীরবাগ মহেশা গ্রামের মো. আশরাফুল ইসলাম লন্ড্রীর স্ত্রী রুবিনা বেগম (৩২), তাঁদের শিশুপুত্র রহমত আলী (২) এবং ভাতিজি এসএসসি পরীক্ষার্থী আফছানা বেগম স্নেহা (১৬)।
বিজ্ঞাপন
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, সকালে আশরাফুল তার স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলযোগে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা ঘটনাস্থলেই প্রাণ হারান। এ মর্মান্তিক ঘটনায় পরিবারে এবং পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিক্ষার্থী, এলাকাবাসী ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীরা দ্রুত এই সড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তাদের অভিযোগ, দ্রুতগামী যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং জননিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়েছে। এলাকাবাসীর দাবি, কর্তৃপক্ষ যেন অবিলম্বে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ককে চার লেনে উন্নীত করে এবং চালকদের যান চলাচলের উপর কঠোর নজরদারি চালায়।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/আরকে