ময়মনসিংহের ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী জাতীয়ভাবে পালনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন নজরুল প্রেমীরা। এ সময় মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়। এরপর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনকারীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ করতে হবে। তা না হলে রাজপথে লাগাতার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হবে। এতে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ বিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী উল বারী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল মঞ্চে উদযাপনের দাবি জানাচ্ছে ত্রিশালবাসী। তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে