করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে সাতক্ষীরা জেলায়  শনিবার (০৫ জুন) সকাল থেকে সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়েছে। আগামী ১১ জুন রাত ১২টা পর্যন্ত এই লকডাউন চলবে। লকডাউনকে ঘিরে শহরের মধ্যে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট।

লকডাউনে চলাকালে বিধিনিষেধ মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শহরে রয়েছে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের টহল টিম। যশোর ও খুলনা থেকে সাতক্ষীরা জেলায় প্রবেশের মুখে বসানো হয়েছে চেকপোস্ট।

সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকা থেকে ইয়ারুল ইসলাম জানান, সকাল থেকেই জনসমাগম স্বাভাবিক ছিল। তবে ১০টার পর থেকে প্রশাসনের বিভিন্ন টিম মাঠে নেমে জনসমাগম ছত্রভঙ্গ করতে শুরু করে। শহরের মধ্যে মোটরভ্যান, ইজিবাইক চলাচল করছে। ম্যাজিস্ট্রেট, পুলিশের বিভিন্ন টিম অভিযান পরিচালনা করছে। নিউ মার্কেট মোড়ে চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ।

তালা সদরের ভাড়ায় মোটরসাইকেল চালক রাজীব খান বলেন, দোকানপাট বন্ধ রয়েছে। তবে বাকি সব কিছুই চলছে স্বাভাবিক নিয়মে। ইজিবাইক, মোটরভ্যান, মাহেন্দ্র, ইঞ্জিনচালিত ভ্যান চলাচল করছে। পাটকেলঘাটা ওভার ব্রিজের ওপর চেকপোস্ট বসানো হয়েছে। অধিকাংশ মানুষের মুখেই মাস্ক নেই।

এদিকে জেলার বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সদর কেন্দ্রিক দোকানপাট বন্ধ রয়েছে। তবে দোকানপাট বন্ধ ছাড়া বাকি সব কিছুই চলছে স্বাভাবিক নিয়মে। গ্রামাঞ্চলের হাটবাজারগুলোতে অনেক দোকানপাট খোলা রয়েছে। সাতক্ষীরা শহর থেকে অভ্যন্তরীণ সড়কে ও দূরপাল্লার বাস বন্ধ থাকলেও তালা উপশহর দিয়ে খুলনা-পাইকগাছাগামী বাস চলাচল করছে।

ভোমরা স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে জেলা প্রশাসনের ঘোষিত সাতদিনের লকডাউনকে ঘিরে বন্দরের সময়সীমা সীমিত করা হয়েছে। আমদানি রফতানি কার্যক্রম চলছে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা আকবর আলী জানান, বন্দরের আমদানি রফতানি কার্যক্রম চলবে দুপুর ২টা পর্যন্ত। সকাল থেকে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত ৫৩টি পণ্যবাহী ট্রাক ভারত থেকে দেশে প্রবেশ করেছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরায় ২৪৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, লকডাউন চলাকালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচার সুযোগ থাকবে। আন্তজেলা ও দূরপাল্লার বাসসহ মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা রয়েছে। রিকশা, ভ্যান, ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন, করিমন চলাচলও বন্ধ। ওষুধের দোকান, হাসপাতাল, ক্লিনিক ,অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসেবা বিষয়ক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, জ্বালানিসহ জরুরি সেবা প্রতিষ্ঠান ও যানবাহন লকডাউনের আওতামুক্ত। প্রশাসনের ভ্রাম্যমাণ টিম মাঠে রয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর