বজ্রপাতে মাধ্যমিকের ছাত্রসহ চার জেলায় নিহত ৪
প্রতীকী ছবি
দেশের চার জেলায় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে একজন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে একজন ও বন্দরে বজ্রপাতে মাধ্যমিকের এক ছাত্র এবং রাঙামাটিতে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বুধবার (১৪ মে) বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো সংবাদে।
বিজ্ঞাপন
কুড়িগ্রাম
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো. হাতেম আলী (৩৯) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাড়ির পাশে ধান কাঁটতে গেলে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
হাতেম আলী নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুমোদপুর এলাকার মো. ছাফের আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকে আকাশে ঘন মেঘ ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়েছিল। বৃষ্টি উপেক্ষা করে হাতেম আলী নিজের জমিতে ধান কাঁটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. মদিনা আলী বলেন, ধান কাঁটতে গিয়ে বজ্রপাতে হাতেম আলী মারা যান।
আড়াইহাজার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে মোকাররম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে তিনি ঝড়-বৃষ্টির সময় বাড়ির সামনে আম কুড়াতে গেলে এ ঘটনা ঘটে।
নিহত মোকাররম উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁ মোল্লাপাড়া গ্রামের উকিল মোল্লার ছেলে।
পরিবারের লোকজন মোকাররমকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
আরও পড়ুন
নারায়ণগঞ্জ বন্দর
নারায়ণগঞ্জ বন্দরে বজ্রপাতে মাধ্যমিকের নিরব (১৪) নামে এক ছাত্র নিহত হয়েছে। বুধবার আড়াইটার দিকে বজ্রপাত ও ঝড়ে কাজীপাড়া কামড়াব নয়াপাড়া এলাকার পুকুরে এ ঘটনা ঘটে।
নিরব সৌদি প্রবাসী আফজাল মিয়ার ছেলে। সে ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিরবের মা বলেন, নিহত নিরব স্কুল থেকে বাড়ি এসে পাশের বাড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় প্রচণ্ড ঝড়ে হঠাৎ বজ্রপাত ঘটে। নিরব পানিতে ডুব দিয়ে তীরে উঠতে পারেনি। পরে তার নানা কবির হোসেন বহু খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে। প্রথমে আবুল বাশার হাসপাতাল পরে মদনপুর দি বারাকা হাসপাতাল নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নেওয়ার পূর্বেই নিরব মৃত্যুবরণ করে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। জানলে ঘটনার বিষয়ে বিস্তারিত বলা যাবে।
রাঙামাটি
রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে তানজিনা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া চৌদ্দ নম্বর বিলে কৃষি জমিতে কাজ শেষে বাসায় ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।
তানজিনা মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া ৮নং ওয়ার্ডের জামালপুর টিলার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও বিলে কাজ করতে যান তানজিনা। দুপুরে আকাশের অবস্থা খারাপ দেখে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে সঙ্গে বজ্রপাত হয়, তখনি তিনি অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত স্বরজিৎ দেব বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। আমাদের পুলিশ কাজ করছে। পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
এএমকে