মেঘনায় ভেসে উঠছে মরা মাছ
চাঁদপুরের মেঘনা নদীতে বিষাক্ত বর্জ্য ও কেমিক্যালযুক্ত পানির কারণে আবারও দেশীয় মাছ মরে ভেসে উঠছে।
শুক্রবার (১৬ মে) ভোর থেকে ষাটনল থেকে দশানির মেঘনা নদীর বিভিন্ন স্থানে মরা মাছ ভাসতে দেখা গেছে।
বিজ্ঞাপন
স্থানীয় জেলেরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে মাছ ধরতে গিয়ে তারা দেখেন, পানিতে জাটকা, চেউয়া, বাইলা, টেংরা, পুটি, চাপিলাসহ অসংখ্য ছোট-বড় দেশীয় মাছ মরে ভেসে উঠেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মৎস্য অফিস সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর তীরে স্থাপিত বিভিন্ন কলকারখানার দূষিত বর্জ্য ও ময়লা-আবর্জনা মেঘনায় ফেলার কারণে পানিতে অ্যামোনিয়ার মাত্রা বেড়ে গেছে। ফলে পানির পিএইচ ও অক্সিজেনের হার কমে গিয়ে মাছ মারা যাচ্ছে।
চলতি বছরের জানুয়ারির শুরুতেও মেঘনা নদীতে মাছ মরে ভেসে ওঠার ঘটনা ঘটে। পরে ৩০ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর ও মৎস্য বিভাগের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্তে নদীর তলদেশ দিয়ে কারখানার বিষাক্ত বর্জ্য প্রবাহিত হওয়ার প্রমাণ মিলেছিল। তবে এরপরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
জেলে পলাশ বর্মন জানান, নদীই তাদের জীবন, কিন্তু দূষণের কারণে মাছ নেই, বরং বিষ ছড়িয়ে পড়েছে। কয়েক বছর ধরেই এমন পরিস্থিতি চলছে, তবে কেউ কোনো ব্যবস্থা নেওয়া না।
উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, শীতলক্ষ্যা থেকে আসা দূষিত পানির প্রবাহ একাধিকবার বিপর্যয় ঘটিয়েছে। আগেও এমন ঘটনা ঘটলেও এবার মরা মাছের সংখ্যা অনেক বেশি।
চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আমিরুল ইসলাম জানান, পানি দূষণের কারণে মাছের মৃত্যু হচ্ছে। আগামীকাল তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করবে।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি আবারও তদন্ত করে দেখা হবে।
আনোয়ারুল হক/এমএসএ