বরগুনায় তালাবদ্ধ ফ্ল্যাটের বাথরুমে পড়ে ছিল নারীর মরদেহ
বরগুনায় নিখোঁজের দুই দিন পর একটি ভবনের দোতলায় তালাবদ্ধ ঘরের বাথরুম থেকে রুজি বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারীর শরীরে রক্তমাখা দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তালাবদ্ধ ঘর থেকে মরদেহ উদ্ধার হওয়ায় রুজি বেগমকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।
বুধবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কমিশনার ভবন নামের একটি ভবনের দোতলা থেকে নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
স্বজন সূত্রে জানা যায়, নিহত রুজি বেগম কয়েক মাস আগে বরগুনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কমিশনার ভবন নামের একটি ভবনের দোতলায় বাসা ভাড়া নেন। তিনি একাই ওই বাসায় বসবাস করতেন। তবে স্বজনদের সঙ্গে বিভিন্ন সময় মোবাইল ফোনে রুজি বেগমের কথা হলেও গত দুই দিন ধরে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। এতে চিন্তিত হয়ে রুজি বেগমের সন্ধান পেতে ওই বাসায় গেলে বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান স্বজনরা। পরে ভবনের মালিকের সঙ্গে কথা বলে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঘরের বাথরুমের মধ্যে রুজি বেগমের মরদেহ দেখতে পান তারা। এরপর বরগুনা সদর থানায় জানালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
কমিশনার ভবনের দেখাশোনার দায়িত্বে থাকা মো. হাকিম ঢাকা পোস্টকে বলেন, সকালে আমি রান্নার জন্য কাঠ কিনে বাড়িতে যাচ্ছিলাম। বাড়ির মালিক আমাকে ফোন করে জানান রুজি বেগমকে না পেয়ে তার ছেলে মেয়েরা আসছেন। কিন্তু ঘরের বাইরে থেকে তালাবদ্ধ থাকায় আমাকে তালা খুলে দেওয়ার ব্যবস্থা করতে বলেন তিনি। পরে আমার উপস্থিতিতে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে বাথরুমের মধ্যে রুজি বেগমের মরদেহ পাওয়া যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নিহত রুজি বেগমের পুত্রবধূ জাকিয়া বেগম ঢাকা পোস্টকে বলেন, গত দুই দিন আগে আমার শ্বাশুড়ির সঙ্গে ফোনে কাথা হয়। এ সময় তিনি জ্বর এবং পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন জানিয়ে আমাকে তার বাসায় যেতে বলেন। পরে সকালে আমার স্বামী ওই বাসায় গেলে তালাবদ্ধ দেখতে পান। এ ছাড়া তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে বিকেলে এবং রাতে গিয়েও একই অবস্থা দেখে আজ সকালে বাড়ির মালিকের সঙ্গে কথা বলে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বাথরুমের মধ্যে মরদেহ পাওয়া যায়।
তিনি আরও বলেন, ঘরের বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং ভেতরে বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়েছি। আমাদের সন্দেহ, কেউ তাকে হত্যা করে তালা দিয়ে চলে গেছে। তবে কে বা করা এ কাজ করেছে তা আমরা জানি না।
এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. জহুরুল ইসলাম হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, রুজি বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে রক্তমাখা দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. আব্দুল আলীম/এএমকে