ভারতীয় বলে গরু ধরে উঠিয়ে আনার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ
রাজশাহীতে ভারতীয় বলে দেশি গরু উঠিয়ে আনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। বুধবার (২১ মে) দুপুরে নগরের শালবাগান এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) রাজশাহী ১ সদর দপ্তরের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা। পরে বিজিবির সদস্যরা তাদের সরিয়ে দিলে তারা রাস্তার অপর পাশে অবস্থান নেন।
এ নিয়ে বিজিবি সদর দপ্তরে রাজশাহী সিটি হাটের ইজারাদার ও ব্যবসায়ীদের সঙ্গে বিজিবির সভা হয়। সভা শেষে পৌনে ৪টার বের হয়ে হাটের ইজারাদাররা জানান, তাদের নিয়ে সন্ধ্যার আগে আরেকটি সভা হবে বিভাগীয় কমিশনারের সঙ্গে।
বিজ্ঞাপন
গরুর ব্যবসায়ী ও হাট ইজারাদারের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার সকালে রাজশাহীর পবা উপজেলার বাগধানী, বাগসারা ও দুয়ারী এলাকায় বিজিবি অভিযান চালিয়ে চার গাড়ি গরু জব্দ করে। এসময় মোট ২২টি গরু নিয়ে আনা হয় বিজিবির সদর দপ্তরে। এই খবর পেয়ে ব্যবসায়ীরা দুপুরে জড়ো হন বিজিবির সদর দপ্তরে। তাদের সঙ্গে হাটের বিভিন্ন পর্যায়ের ইজারাদার ও অন্যান্য গরু ব্যবসায়ীরাও জড়ো হন। তারা সেখানে নানা স্লোগান দেন। পরে বিজিবির সদস্যরা তাদের রাস্তা ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে তারা রাস্তা ছেড়ে দেন।
এ সময় গরু ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, আজ সকালে পবার দুয়ারী মোড় দিয়ে তানোর থেকে সিটি হাটের উদ্দেশে গরু আনছিলেন। তাদের গাড়িতে মোট আটটি গরু ছিল। গরুগুলো তারা তানোরের বিভিন্ন গ্রামের চাষীদের থেকে কিনেছেন। সেগুলো নিয়ে চলে এসেছে বিজিবি। তিনি বলেন, “এগুলো দেশীয় গরু, ভারতের না।”
বিজ্ঞাপন
সাফিউল ইসলাম নামে আরেক ব্যবসায়ী বলেন, গ্রামাঞ্চলের হালচাষের গরু তারা কিনেছেন। সেগুলোসহ তার ছয়টি গরু পবার বায়া থেকে তুলে আনা হয়েছে। ঢাকা পোস্টকে সাফিউল বলেন, “সমস্ত পুঁজি খাটিয়ে ব্যবসা করছি। এই গরুগুলো নিয়ে নিলে পথের ফকির হয়ে যাব।”
সিটি হাটের ইজারাদার রুহুল আমিন টুনু বলেন, “আজকে বিজিবি যে গরুগুলো নিয়ে গেছে, সেগুলো দেশীয় গরু। তাদের হাটে কোনো ভারতীয় গরু আসে না। তারাও হাটে নজরদারি করে থাকেন। আর সীমান্তে এখন কড়াকড়ি। এই সময়ে ভারতীয় গরু আসবে কী করে, প্রশ্ন রাখেন তিনি। এভাবে বিজিবি গরু নিয়ে গেলে হাটে প্রভাব পড়বে। কেউ আর হাটে গরু তুলতে সাহস করবে না।
সভা শেষে রাজশাহী সিটি হাটের (গরুর হাট) সাব-ইজারাদার রিয়াজুল ইসলাম বলেন, দুই দিনে তাদের মোট ৩৭টি গরু বিজিবি তুলে এনেছে। গরুগুলো দেশি। তাদের ব্যবসায়ীদের সঙ্গে সভা হয়েছে। কিন্তু গরুগুলো কাস্টমসে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিকেলে তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারের সভা আছে। তারা অন্যায় মেনে নিবেন না।
এ বিষয়ে রাজশাহী বিজিবি-১ এর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে আবদুর রউফ সাংবাদিকদের বলেন, গরুগুলো ভারতীয়। এগুলো চিহ্নিত করা গেছে বলেই আটক করা হয়েছে। আজকে ২০ থেকে ২২টির মতো গরু হবে। তাদের সঙ্গে সভায় এ বিষয়ে কথা হয়েছে। তারা গরুগুলো রাজশাহী কাস্টমসসে পাঠিয়েছেন।
শাহিনুল আশিক/এসএমডব্লিউ