পটুয়াখালীতে আগুনে ১৩ দোকান ভস্মীভূত
আগুনে ১৩টি দোকান ভস্মীভূত হয়েছে
পটুয়াখালীতে আগুনে ১৩টি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার হেতালিয়া বাদাঘাটের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুনে ক্ষতিগ্রস্ত বিসমিল্লাহ টেইলার্সের মালিক নজরুল ইসলাম বলেন, স্থানীয় আলতাফের লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। রাত ১টা থেকে ৩টা পর্যন্ত একটানা আগুন জ্বলতে থাকে। এতে প্রায় ১৩টি দোকান মুহূর্তেই ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বিজ্ঞাপন
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে- দেবাশীষ কর্মকারের রাজ লক্ষ্মী জুয়েলার্স, মো. গিয়াস উদ্দিনের সাইফুল ব্রাদার্স , নজরুল ইসলামের বিসমিল্লাহ টেইলার্স, রাজ্জাক মৃধার পোল্ট্রি সেবা, সাইফুল ইসলামের কসমেটিকের দোকান, রিয়াজ মুন্সির পোল্ট্রি সেবা, জাহাঙ্গীর মুন্সির গ্যাস সিলিন্ডারের দোকান, সিবু কর্মকারের স্বর্ণের দোকান, মো. জুয়েলের জুয়েল ইলেকট্রনিকস, মানিক পালের হাড়ি পাতিলের দোকান ও সুমনের চায়ের দোকান।
স্থানীয় বাসিন্দা মো. আরিফুর রহমান রিয়াজ জানান, রাতে হঠাৎ সেতারা ক্লিনিক রোডে আগুনের ফুলকি দেখতে পাই। কার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা জানি না।
বিজ্ঞাপন
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন জানান, হেতালিয়া বাদাঘাট এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছে। তারা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আরএআর