সাতক্ষীরার কালিগঞ্জে একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ভাটা বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। এসময় সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে ভাটার মালিককে আটক করা হয়।

শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নাজিমগঞ্জ শীতলপুর গ্রামে সিয়াম ব্রিকস নামের ওই ইটভাটায় অভিযান পরিচালনা করেন কালিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।

আটক ব্যক্তি গণপতি গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর সবুর।

অভিযানে সহযোগিতা করেন নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন মেজর সুস্মিত শোভন দাস, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইব্রাহিম খলিল/এমএন