বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া আইডি ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (২৪ মে) রাতে টাঙ্গাইল থেকে তাদের আটক করা হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

লিখিত অভিযোগে নূর-এ-শাহাদাৎ স্বজন উল্লেখ করেছেন, গত ১৭ মে রাত সাড়ে ৮টার দিকে তিনি জানতে পারেন, 'জয় খান' (হোয়াটসঅ্যাপ নম্বর : ০১৭০৪-৫৫৩০৫৫) নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এবং শাকিল আহমেদ নামে এক ব্যক্তি (পরিচয় ও ঠিকানা অজ্ঞাত) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ভুয়া ফেসবুক আইডি তৈরি করেছেন। এই আইডি ব্যবহার করে প্রতারক চক্র নিজেদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে দলের গুরুত্বপূর্ণ পদ এবং সংসদ সদস্যের মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চাঁদা দাবি করছিলেন।

অভিযুক্তরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাইবার স্পেসে এই প্রতারণা চালিয়ে আসছিলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রূপ ধারণ করে বিভিন্ন ব্যক্তির কাছে তদবিরের কথা বলে অর্থ দাবি করছিলেন।

এ ব্যাপারে নূর-এ-শাহাদাৎ স্বজন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই তাকে এই প্রতারণার বিষয়টি জানান। সেই ধারাবাহিকতায় সদর থানায় মামলা দায়ের করেন তিনি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রেদওয়ান মিলন/এএমকে