লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতরা হলেন, সালেহ আহাম্মদ ও তার স্ত্রী পারুল বেগম। বর্তমানে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৫ মে) সকালে সদর উপজেলার পার্বতিনগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালেহ আহাম্মদ অভিযোগ করেন, তার বড় ভাই সৈয়দ আহাম্মদ ও তার ছেলেরা এই হামলায় জড়িত।

সালেহ আহাম্মদ জানান, গত ১০ বছর ধরে তার সঙ্গে বড় ভাই সৈয়দ আহাম্মদের জমি নিয়ে বিরোধ চলছে। তিনি বড় ভাইয়ের কাছ থেকে ২ শতাংশ জমি কিনেছেন, কিন্তু সৈয়দ তা হস্তান্তর করছেন না। উল্টো জমির পাশে বাঁশ গাছ রোপণ করে উত্তেজনা সৃষ্টি করেন এবং ওই জমি থেকে নারিকেল ও সুপারি নিয়ে যান।

ঘটনার দিন সালেহ ও তার স্ত্রী পারুল বিরোধপূর্ণ জমি থেকে বাঁশ কাটতে গেলে সৈয়দ পারুলকে মারধর করেন। এতে বাধা দিলে সালেহের ওপরও হামলা চালানো হয়। একপর্যায়ে সৈয়দ ও তার ছেলেরা দু’জনকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে সৈয়দ আহাম্মদের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি। তবে তার ছেলে সাগর ও বাবু জানান, জমি নিয়ে সালেহ আহাম্মদের সঙ্গে তাদের বিরোধ রয়েছে, তবে হামলার ঘটনায় তারা জড়িত নন।

পর্বতিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। জমি নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সালিসি বৈঠক হয়েছে, তবে মীমাংসা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, আহত অবস্থায় সালেহ আহাম্মদ ও তার স্ত্রী থানায় এসেছিলেন। চিকিৎসা শেষে তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাসান মাহমুদ শাকিল/এমএসএ