জেলের জালে ২৫ কেজির কোরাল, ২৬ হাজারে বিক্রি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। পরে মাছটি ১০৬০ টাকা কেজি দরে ২৬ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।
রোববার (২৫ মে) বিকেলে উপজেলার চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের জেলে আশ্রাফ মাঝির জালে মাছটি ধরা পড়ে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রাফ মাঝি ওই দিন সকালে অন্যান্য জেলেদের সঙ্গে মেঘনা নদীতে মাছ ধরতে যান। জাল তোলার সময় তারা বিশালাকৃতির কোরাল মাছটি দেখতে পান। পরে মাছটি নিয়ে চরবগুলা ঘাটে ফিরে আসেন আশ্রাফ। মাছটি দেখতে সেখানে ভিড় করেন উৎসুক জনতা। পরে চরবগুলা ঘাটের মনির মেম্বারের গদিতে মাছটি নিলামে তোলা হয় এবং এক ব্যবসায়ী ১০৬০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আশ্রাফ মাঝি বলেন, প্রতিদিনের মতোই নদীতে জাল ফেলি। সকালে জাল তুলতেই বিশাল একটি কোরাল মাছ দেখতে পাই। পরে দড়ি দিয়ে বেঁধে মাছটি ট্রলারে করে তীরে নিয়ে আসি।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান ঢাকা পোস্টকে বলেন, নদী ও সাগরে নানা প্রজাতির মাছ পাওয়া যায়। তবে সবসময় এত বড় মাছ ধরা পড়ে না। কোরালের চেয়েও বড় মাছও রয়েছে। সরকারের সফল মাছ ধরার কার্যক্রম বাস্তবায়নের কারণেই এখন জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়ছে।
হাসিব আল আমিন/এমএসএ