মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় তিনটি চুনা তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (২৬ মে) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার বাউশিয়া ইউনিয়নের বাউশিয়া মধ্যমকান্দি, মানাবে পার্কের বিপরীত পাশে ও বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুন্সীগঞ্জ জেলা সহকারী কমিশনার বায়েজীদ সরদার।

এ সময় তিতাস গ্যাস সোনারগাঁ শাখার ব্যবস্থাপক সুরজিৎ সাহা এবং পুলিশ প্রশাসনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ সরদার বলেন, অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে কারখানাগুলো দীর্ঘদিন ধরে ব্যবসা করছিল। তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব. ম. শামীম/এমজে