গাইবান্ধায় নকল শিশু খাদ্য তৈরির দুই কারখানা সিলগালা, আটক ২
গাইবান্ধা শহরের কুঠিপাড়া এলাকায় নকল জুস, চিপস ও চকলেটসহ বিভিন্ন শিশু খাদ্য উৎপাদনকারী দুটি কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ মে) সকালে গাইবান্ধার অস্থায়ী সেনা ক্যাম্পের অধীনে ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা কমান্ডার ক্যাপ্টেন আসিব বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে শাকিল মিয়া (৩২) ও মিঠু মিয়া (৩৭) নামের দুইজনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় নকল খাদ্যপণ্য উৎপাদন করে তা স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। যা শিশুদের স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
রিপন আকন্দ/আরকে