ময়মনসিংহে বিআরটিসি বাসের সঙ্গে মাহেন্দ্রের সংঘর্ষ, নিহত ৩
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিআরটিসি বাসের সঙ্গে যাত্রীবাহী মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দত্তপাড়ায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুস সোবহান (৬০) ও তার ছেলে সবুজ মিয়া (৩০) এবং উপজেলার সদর ইউনিয়নের দড়িপাঁচাশি গ্রামের মৃত আহম্মদ আলী ফকিরের মেয়ে কোহিনূর সুলতানা হাসিনা (৩৫)। তারা ঘটনাস্থলেই মারা যান।
এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তারা হলেন- সাব্বির (২৭), শিউলি (২৭), রফিকুল ইসলাম (৩০), আব্দুল গনী (৫০), রমজান (২৩) ও শাহীন (২৫)।
বিজ্ঞাপন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তামনিম মুনমুন বলেন, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন ভর্তি হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আতিকুর রহমান ঢাকা পোস্টকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বিআরটিসি বাসের সঙ্গে যাত্রীবাহী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩-৪ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বিআরটিসি বাসটি ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় ময়মনসিংহ থেকে ঈশ্বগঞ্জগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নামাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি যাত্রীবাহী মাহেন্দ্র সিএনজিকে ওভারটেক করে যেতে চাইলে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাসটির সঙ্গে মাহেন্দ্রের মুখোমুখি সংর্ঘষ হয়।
আমান উল্লাহ আকন্দ/আরএআর