ঝালকাঠির নলছিটি উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ফিরোজ আলম খানকে (৫৫) আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ মে) দুপুরে পৌরসভার পুরান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

নলছিটি থানা পুলিশ সূত্রে জানা যায়, ফিরোজ আলম খান আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হয়ে সরকারের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ফিরোজ আলম খান নলছিটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক কাউন্সিলর। তার ছেলে শাওন খান আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমুর ঢাকার ইস্কাটন অফিসের কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। গত ১৩ মে শাওনও কেরানীগঞ্জ পুলিশের হাতে আটক হন। ছেলে শাওন আমির হোসেন আমুর কম্পিউটার অপারেটর হওয়ার সুবাদে এলাকায় প্রভাব খাটিয়ে ফিরোজ নানা ধরনের অনিয়ম ও অপকর্ম চালাতেন বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ফিরোজ আলম খানকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মো. শাহীন আলম/এমজে