আছড়ে পড়ছে ঢেউ, সমুদ্র গর্ভে বিলীন হতে পারে ট্যুরিস্ট পুলিশ বক্স
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের রূপ নিয়ে উপকূল অতিক্রম করেছে। কিন্তু এখনো সমুদ্রের আগ্রাসী রূপ দেখছে সমুদ্র তীরবর্তী মানুষ। কুয়াকাটা সৈকত লাগোয়া যে সব মার্কেট দোকানপাট বা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে সৈকতের সবচেয়ে কাছে অবস্থিত ট্যুরিস্ট পুলিশ বক্স। সৈকতের কাছাকাছি থাকায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এটি।
ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, যে কোনো সময় সমুদ্র গর্ভে বিলীন হয়ে যেতে পারে পুলিশ বক্সটি।
বিজ্ঞাপন
শুক্রবার (৩০ মে) দুপুর ১২টার দিকে সরজমিনে দেখা যায়, সমুদ্রে চলমান জোয়ারের ঢেউগুলো সরাসরি এসে আছড়ে পড়ছে ট্যুরিস্ট পুলিশ বক্সের ওপরে। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরাও সরে গিয়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। ঢেউয়ের আঘাতে ভেঙে গেছে পুলিশ বক্সের টয়লেটের পাইপ ও সেপটিক ট্যাংক। এতে বিপাকে পড়েছের দায়িত্বরত পুলিশ সদস্যরা।
ট্যুরিস্ট পুলিশ বক্সের পাশের ক্ষুদ্র চা দোকানি স্বপন হাওলাদার বলেন, আমি এখানে চা ও ডাব বিক্রি করতাম কিন্তু জোয়ারের পানিতে সব ভাসিয়ে নিয়ে গেছে। শুধু আমার এই ছোট্ট দোকানটি নয়, ট্যুরিস্ট পুলিশ বক্সটিও অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এই বক্সটি মূলত নির্মাণাধীন, এখনো কাজ শেষ হয়নি। তার মধ্যেই সমুদ্রের তাণ্ডবে ভেঙে গেছে অনেক জায়গা। বক্সটির মেঝেতে দেখা দিয়েছে ফাটল। টয়লেটের পাইপ এবং সেপটিক ট্যাংক ভেঙে গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সৈকতে পর্যটকদের ছবি তুলে দেওয়া ফটোগ্রাফার এরশাদ হোসেন বলেন, যে কোনো সমস্যা সমাধানের জন্য সৈকত থেকে তাৎক্ষণিক চলে আসি ট্যুরিস্ট পুলিশের এই বক্সটিতে। কিন্তু এই বক্সটিই যদি না থাকে তাহলে নিরাপত্তাহীনতায় থাকবে কুয়াকাটা সৈকত। এই বক্সটি যেন স্থায়ী এবং মজবুতভাবে তৈরি করা হয় সেজন্য আমরা জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পরিদর্শক সাখাওয়াত হোসেন তপু বলেন, আমাদের রিজিওন অফিস থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত ১ কিলোমিটার দূরে। সেজন্য সৈকতের পাশেই আমাদের একটি পুলিশ বক্স তৈরি করা হয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে। কিন্তু প্রতিনিয়ত সমুদ্রের যে আগ্রাসী রূপ আমরা দেখতে পাচ্ছি, তাতে কতদিন এই পুলিশ বক্সটি টিকিয়ে রাখা যাবে তা বুঝতে পারছি না। কুয়াকাটায় আমাদের রিজিওন অফিসের বাইরে এটিই একমাত্র পুলিশ বক্স।
তিনি আরও বলেন, নিম্নচাপের প্রভাবে জোয়ারের সময় ঢেউয়ের তাণ্ডবে আমাদের পুলিশ বক্সটি অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আমরা চাই কুয়াকাটায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করা ট্যুরিস্ট পুলিশের এ বক্সটিকে মজবুত করে বসিয়ে দেওয়া হোক।
এসএম আলমাস/আরএআর