বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের লাখো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

শুক্রবার (৩০ মে) দিনব্যাপী ৭০০ পরিবারকে মানবিক সহায়তা দিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

জানা যায়, শুক্রবার দিনব্যাপী নিঝুম দ্বীপ, সুখচর, নলচিরা, চরইশ্বর, কমলারদিঘি ও সোনাদিয়া ইউনিয়নের পানিবন্দি পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার, ওষুধ ও স্যালাইন বিতরণ করা হয়। সহায়তার প্রথম ধাপে এসব প্যাকেট দুর্গত পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়। আব্দুল হান্নান মাসউদের পক্ষে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা এ কার্যক্রমে অংশ নেন।

জাতীয় নাগরিক পার্টির হাতিয়ার দায়িত্বে থাকা মো. ইউসুফ রেজা ঢাকা পোস্টকে বলেন, হাতিয়ার মানুষের যেকোনো বিপদে আমরা পাশে ছিলাম, আছি এবং থাকব। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দুর্যোগকালে পাশে থাকার জন্য হান্নান মাসউদ ও তার টিমকে ধন্যবাদ জানিয়েছেন। আমাদের এ সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

হাসিব আল আমিন/এসএসএইচ