সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমিকে স্থানীয়দের সহায়তায় জেলা শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ জুন) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। 

৫ আগস্টের পর থেকে তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার নয়ন মোড়ে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। এ তথ্য জানাজানি হলে, আজ রোববার স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ফয়সাল কাদের রুমীর বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা রয়েছে। তাকে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মো. নাজমুল হাসান/এআইএস